Ajker Patrika

ইউপিডিএফ কর্মী হত্যা: খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি ও মানিকছড়ি প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫: ৪৭
ইউপিডিএফ কর্মী হত্যা: খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়িতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। 

অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধে পিকেটাররা ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সামান্য ভাঙচুর করে পিকেটাররা।

অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করেনি।

তবে অবরোধ চলাকালে ভোর ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন পিকেটাররা। খবর পেয়ে পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে নজর রাখা হয়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিবৃতিতে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলার সব যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 

উল্লেখ্য, গত রোববার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়ায় গণপিটুনিতে মারা যান ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত