Ajker Patrika

লকডাউনে ভোরবেলা চলছে ঈদের কেনাকাটা

প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭: ৫০
লকডাউনে ভোরবেলা চলছে ঈদের কেনাকাটা

কুমিল্লা: চলমান লকডাউনে কুমিল্লায় ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকছে। তবে অন্যান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও।

তবে কুমিল্লার দোকানিরা কৌশলে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। নগরীর বড় শপিংমলগুলো বন্ধ থাকলেও নিয়মিত বেচাকেনা চলছে ছোট দোকানগুলোতে।

এসব দোকানে কেনাকাটা চলছে ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত। কারণ এসময়টাতে পুলিশ বা প্রশাসনের কেউ মাঠে থাকে না।

এ নিয়ে নগরীর কান্দিরপাড়ের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তারা বলেন, সামনে ঈদ, দোকানের খরচ, নিজের ও  কর্মচারীদের পেটের চিন্তা করতে হয়, তাই ফজর নামাজ পড়ে চলে আসি। দোকানে দুই–আড়াই ঘণ্টায় কিছু বেচাকেনা হয়। তাছাড়া এ সময়টাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট থাকে না। আর শহর ফাঁকা থাকায় তেমন একটা জনসমাগমও হয় না। তাছাড়া আমরা সব স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করি।

নগরীর চকবাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত, রাজগঞ্জ থেকে কান্দিরপাড় পর্যন্ত, রানীরবাজার রোড, মোঘলটুলি রোডসহ নগরীর প্রায় ছোট মার্কেট ও দোকানে নিয়মিত বেচাকেনা চলছে। প্রতিটি দোকানের এক পাশের শাটার খোলা রেখে কর্মচারী সামনে দাঁড়িয়ে থাকেন। ক্রেতা এলেই ভেতরে নিয়ে শাটার নামিয়ে দেওয়া হয়। এভাবে সকাল ৮টা পর্যন্ত বেচাকেনা হয়।

বিক্রেতারা জানান, এ সময়টাতে পোশাক, প্রসাধনীসহ ঈদের কেনাকাটার জন্যই বেশিরভাগ ক্রেতা আসে। এখন ক্রেতারাও জেনে গেছেন কখন দোকান খোলা থাকে।

অনেকে আবার শহরে অন্য কাজে এসে এই কাণ্ড দেখে অবাক হচ্ছেন। ভোর বেলায় নগরীর কান্দিরপাড়ে একটি কাজে এসেছিলেন সোহাগ চৌধুরী। তিনি বলেন, আসছি অন্য একটা কাজে। এসে দেখি দোকানপাটে বেচাকেনা হচ্ছে, তাই একটু দেখতে আসলাম।

চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার থেকে আসা মোস্তফা নামে এক ক্রেতা জানান, স্ত্রী–সন্তানদের আবদার রাখতে ভোরে সিএনজি অটোরিকশা নিয়ে শহরে চলে আসছি কেনাকাটা করতে, সকালবেলার পরিবেশটাও ঠান্ডা থাকে। পুলিশের কোনো ঝামেলা নেই!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত