Ajker Patrika

মহাসড়ক দখল করে বালুর ব্যবসা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। মহাসড়কের পাশে বুধন্তী, চান্দুরা ও রামপুরসহ কয়েকটি স্থান দখল করে বালুর ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল। নৌকা ও ট্রাকে করে স্তূপ করে রাখা হচ্ছে সড়কের পাশে। এতে বালু ছড়িয়ে পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে সড়কে উঠে যাচ্ছে। 

সড়কে উড়ন্ত বালুতে অতিষ্ঠ পথচারী, গাড়ি চালক ও মহাসড়কের পাশের ব্যবসায়ীরা। বাতাসে বালু উড়ে নষ্ট হচ্ছে হোটেলের খাবার, দোকানের মালামাল ধুলো বালিতে একাকার হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ধুলো বালিতে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারীরা। 

মহাসড়কে এভাবে বালু লোড আনলোড করছেন শ্রমিকেরামহাসড়কের পাশে মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ গড়ে ওঠাকে কেন্দ্র করে চলাচল বেড়েছে বালু বোঝাই গাড়ির, খোলাভাবে বালু বহন করায় বাতাসে উড়ছে ধুলোবালি। ত্রিপাল বা ঢাকনা দিয়ে ঢেকে না নেওয়ার কারণে বাতাসে ধুলোবালি উড়ে গাড়ি চালক ও পথচারীদের চোখে পড়ায় সড়কের দুর্ঘটনা বাড়ছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ছাড়া ধুলোবালি উড়ে চালকদের চোখে পড়ার কারণে ঘটছে দুর্ঘটনা। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান পথচারী ও চালকেরা।

পথচারী নূর মিয়া বলেন, মহাসড়কের পাশে পথচারীদের রাস্তা বন্ধ করে অবৈধভাবে এ বালুর ব্যবসা বন্ধ না করলে দুর্ঘটনা বাড়তেই থাকবে। দ্রুত এ ব্যবসা বন্ধ করার জোর দাবি জানাই। স্থানীয় কেনা গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, এলাকার কিছু প্রভাবশালী মহল বালুর ব্যবসা করে আসছে। উড়ন্ত বালুর যন্ত্রণায় লোকজন অতিষ্ঠ। রামপুর এলাকায় কাজী রহিম, কাজী দারু মিয়াসহ কয়েকজনের একটি সিন্ডিকেট অবৈধভাবে এ বালুর ব্যবসা করে আসছে। 

এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘আমরা এদের নাম ঠিকানা সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত