নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হঠাৎ করে সর্দি-কাশি-জ্বর, ডায়রিয়া ও আমাশয়ে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এর মধ্যে শিশুরা সংখ্যায় বেশি। সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। ঋতু পরিবর্তনের কারণে প্রতিবছর এ রোগের বিস্তার দেখা গেলেও এবার তার প্রাদুর্ভাব কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কাগজে-কলমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০। তবে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে আগের ৩১ শয্যার সেবা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে সব শয্যায় ভর্তি রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পরিদর্শক পল্লব বড়ুয়া বলেন, ‘উপজেলার ১৭ মৌজার প্রতিটি ঘরে বর্তমানে জ্বর-সর্দির রোগী আছে। প্রতিটি স্বাস্থ্য সহকারী এখন মাঠে কাজ করছেন, যা আগের তুলনায় দুই গুণ। তাঁরা রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।’
পল্লব বড়ুয়া জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইউনিয়ন পর্যায়ের রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
বাঁকখালী মৌজার বাসিন্দা খুরশেদ আলম জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের সবাই সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত। কিন্তু টাকা না থাকায় তাঁর মা-বাবাকে কোথাও নিতে পারছেন না। তাঁর এলাকায় সারা বছরে কোনো সরকারি লোকজন দেখেন না, স্বাস্থ্য সহকারী কখনো দেখেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতি জনপদে জ্বর-সর্দি ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর এসব রোগের বিস্তার ঘটে। তবে এবারের প্রাদুর্ভাব অন্য বছরের তুলনায় অনেক বেশি।
বাইশারী মধ্যম চাকপাড়ার থোয়াইলং চাক বলেন, ঋতু পরিবর্তনের এই সময় প্রতিবছর এসব অসুখ হয় তাঁদের। বর্তমানে তাঁর পরিবারে সবাই জ্বর, সর্দি ও কাশি নিয়ে কষ্ট পাচ্ছেন। তবে স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে তাঁরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এখন অনেকে সুস্থ হয়ে উঠছেন।
সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা ক্যানু মারমা বলেন, শুধু জ্বর নয়, তাঁর বাড়িতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছেন দুজন। বাকিরাও জ্বরে আক্রান্ত। হাসপাতালে ভর্তি থাকা তিন বছরের রেহেনা ইয়াসমিনের মা হাসিনা বেগম বলেন, তিন দিন হাসপাতালে ভর্তি থেকেও কাশি, জ্বর, সর্দি কমছে না। ডাক্তার বলেছেন, ভালো হতে আরও দু-এক দিন লাগতে পারে। হাসপাতালের অন্যান্য রোগীর অভিভাবকেরা প্রায় একই কথা বলেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ জেড এম ছলিম বলেন, পাহাড়ের প্রতিটি ঘরে জ্বর-কাশি-সর্দি। তা মহামারি আকার ধারণ করেছে। এর সঙ্গে ডায়রিয়া-আমাশয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠিকভাবে চিকিৎসা না পেলে অনেক ডায়রিয়া রোগী মারা যেতে পারে। এদিক দিয়ে নাইক্ষ্যংছড়িতে এখনো তেমন কোনো সমস্যা হয়নি। এ পর্যন্ত কেউ মারাও যায়নি।
আক্ষেপ করে ডা. ছলিম জানান, সেবা দিতে গিয়ে নিজেও জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি শয্যায় আছেন। দুই দিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু মোবাইলে সব খোঁজখবর নিচ্ছেন তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হঠাৎ করে সর্দি-কাশি-জ্বর, ডায়রিয়া ও আমাশয়ে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এর মধ্যে শিশুরা সংখ্যায় বেশি। সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। ঋতু পরিবর্তনের কারণে প্রতিবছর এ রোগের বিস্তার দেখা গেলেও এবার তার প্রাদুর্ভাব কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কাগজে-কলমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০। তবে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে আগের ৩১ শয্যার সেবা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে সব শয্যায় ভর্তি রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পরিদর্শক পল্লব বড়ুয়া বলেন, ‘উপজেলার ১৭ মৌজার প্রতিটি ঘরে বর্তমানে জ্বর-সর্দির রোগী আছে। প্রতিটি স্বাস্থ্য সহকারী এখন মাঠে কাজ করছেন, যা আগের তুলনায় দুই গুণ। তাঁরা রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।’
পল্লব বড়ুয়া জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইউনিয়ন পর্যায়ের রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
বাঁকখালী মৌজার বাসিন্দা খুরশেদ আলম জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের সবাই সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত। কিন্তু টাকা না থাকায় তাঁর মা-বাবাকে কোথাও নিতে পারছেন না। তাঁর এলাকায় সারা বছরে কোনো সরকারি লোকজন দেখেন না, স্বাস্থ্য সহকারী কখনো দেখেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতি জনপদে জ্বর-সর্দি ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর এসব রোগের বিস্তার ঘটে। তবে এবারের প্রাদুর্ভাব অন্য বছরের তুলনায় অনেক বেশি।
বাইশারী মধ্যম চাকপাড়ার থোয়াইলং চাক বলেন, ঋতু পরিবর্তনের এই সময় প্রতিবছর এসব অসুখ হয় তাঁদের। বর্তমানে তাঁর পরিবারে সবাই জ্বর, সর্দি ও কাশি নিয়ে কষ্ট পাচ্ছেন। তবে স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে তাঁরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এখন অনেকে সুস্থ হয়ে উঠছেন।
সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা ক্যানু মারমা বলেন, শুধু জ্বর নয়, তাঁর বাড়িতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছেন দুজন। বাকিরাও জ্বরে আক্রান্ত। হাসপাতালে ভর্তি থাকা তিন বছরের রেহেনা ইয়াসমিনের মা হাসিনা বেগম বলেন, তিন দিন হাসপাতালে ভর্তি থেকেও কাশি, জ্বর, সর্দি কমছে না। ডাক্তার বলেছেন, ভালো হতে আরও দু-এক দিন লাগতে পারে। হাসপাতালের অন্যান্য রোগীর অভিভাবকেরা প্রায় একই কথা বলেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ জেড এম ছলিম বলেন, পাহাড়ের প্রতিটি ঘরে জ্বর-কাশি-সর্দি। তা মহামারি আকার ধারণ করেছে। এর সঙ্গে ডায়রিয়া-আমাশয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠিকভাবে চিকিৎসা না পেলে অনেক ডায়রিয়া রোগী মারা যেতে পারে। এদিক দিয়ে নাইক্ষ্যংছড়িতে এখনো তেমন কোনো সমস্যা হয়নি। এ পর্যন্ত কেউ মারাও যায়নি।
আক্ষেপ করে ডা. ছলিম জানান, সেবা দিতে গিয়ে নিজেও জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি শয্যায় আছেন। দুই দিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু মোবাইলে সব খোঁজখবর নিচ্ছেন তিনি।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৬ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে