Ajker Patrika

একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি অপমানজনক: হানিফ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০৪
একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি অপমানজনক: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি করা অপমানজনক। এটি কার স্বার্থে, কোন যুক্তিতে করা হয়েছে তা জানতে চান তিনি। এটি করে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপি এই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু নির্বাচনী প্রস্তুতি না নিয়ে নিজেদের অবস্থান বুঝতে পেরে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে দলটি। নির্বাচন বানচালের জন্য যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে রাজপথে এর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, বিএনপি বিদেশি প্রভুদের নিয়ে লাফালাফি করছে। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছে। বিএনপি মনে করেছিল এবার বুঝি আওয়ামী লীগ সরকারের পতন হবে। এ নিয়ে তারা সমাবেশ করেছে। এ সমাবেশ ঢাকার গরু বাজারে গিয়ে শেষ হয়েছে। এসব করে কাজ হবে না বলেন হানিফ।

হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেকড় অনেক গভীরে। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। এ বিষয়টি বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বুঝতে পেরে বলছেন আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। সুনামি লাগবে।’

আগামী নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী হবেন দীপংকর তালুকদার। তালুকদের বিকল্প এখনো কেউ নেই।  তাই তৃণমূল নেতাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান হানিফ।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। 

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক ওয়াসিকা আয়শা খান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসু দোহা চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক মনোয়ারা জাহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত