বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হুমকি দেওয়া বাঁশখালীর সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় মুজিবুল হক চৌধুরী (৫৬) এবং তাঁর স্ত্রী সাহেদা বেগম নূরীকেও (৪১) আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। তবে মামলা দুটির এজাহার আজ রোববার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. আতিকুল আলম।
মুজিবুল হক চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।
মামলা সূত্রে জানা যায়, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করে ভোগদখলে রেখেছেন। এটি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এর আগে, তিনি গত বছর ১১ সেপ্টেম্বর দুদকের কাছে সম্পত্তির হিসাব জমা দেন।
অপর দিকে অন্য এক মামলার এজাহারে উল্লেখ করা হয়, মুজিবুলের স্ত্রী সাহেদা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার সম্পত্তি উপার্জন করে ভোগদখলে রেখেছেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয় মামলায় স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি উপার্জনে সহযোগিতা করায় মুজিবুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত বছর স্বামীর সম্পত্তি বিবরণী জমা দেওয়ার একই তারিখে নুরীর সম্পত্তির হিসাবও দুদকে দাখিল করা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর আওয়ামী লীগের শান্তি সমাবেশে মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। ওই সময়ে এই অভিযোগে ১৩ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এবং ২৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের আদালতে আলাদা আলাদা মামলার আবেদন করা হয়। তবে দুবারই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।
এর আগে, ২০২২ সালের ২৮ মে ইউপি চেয়ারম্যান নির্বাচনের সময় নির্বাচনী পথসভায় ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত হন তিনি।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হুমকি দেওয়া বাঁশখালীর সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় মুজিবুল হক চৌধুরী (৫৬) এবং তাঁর স্ত্রী সাহেদা বেগম নূরীকেও (৪১) আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। তবে মামলা দুটির এজাহার আজ রোববার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. আতিকুল আলম।
মুজিবুল হক চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।
মামলা সূত্রে জানা যায়, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করে ভোগদখলে রেখেছেন। এটি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এর আগে, তিনি গত বছর ১১ সেপ্টেম্বর দুদকের কাছে সম্পত্তির হিসাব জমা দেন।
অপর দিকে অন্য এক মামলার এজাহারে উল্লেখ করা হয়, মুজিবুলের স্ত্রী সাহেদা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার সম্পত্তি উপার্জন করে ভোগদখলে রেখেছেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয় মামলায় স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি উপার্জনে সহযোগিতা করায় মুজিবুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত বছর স্বামীর সম্পত্তি বিবরণী জমা দেওয়ার একই তারিখে নুরীর সম্পত্তির হিসাবও দুদকে দাখিল করা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর আওয়ামী লীগের শান্তি সমাবেশে মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। ওই সময়ে এই অভিযোগে ১৩ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এবং ২৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের আদালতে আলাদা আলাদা মামলার আবেদন করা হয়। তবে দুবারই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।
এর আগে, ২০২২ সালের ২৮ মে ইউপি চেয়ারম্যান নির্বাচনের সময় নির্বাচনী পথসভায় ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত হন তিনি।
বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী ২৬টি গ্রামে প্রায় ৩১ হাজার একর জমিতে বিস্তৃতি পেয়েছে পেয়ারাবাগান। এই পেয়ারা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ২০ হাজার পরিবার। বরিশালের বানারীপাড়া পেয়ারা চাষে প্রসিদ্ধ হলেও ঝালকাঠির ভিমরুলী গ্রামে ঐতিহ্যবাহী ভাসমান হাট এই অঞ্চলের কৃষি, ব্যবসা...
১ ঘণ্টা আগেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন ১২ হাজার টাকা। ৩ হাজার টাকা থেকে একলাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে।
২ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা। বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত এবার টিপুকে...
৩ ঘণ্টা আগেসাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা...
৩ ঘণ্টা আগে