রামগড় (খাগড়াছড়ি), প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালায়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার আবার তল্লাশি অভিযান শুরু করা হবে।
নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।
আজ দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান চালায়। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মিনহাজ রামগড়ের ফেনীরকুলে নানাবাড়িতে আসে। ছাগলনাইয়ায় তাদের বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানাবাড়ি পাঠানো হয়। আজ দুপুর ১২টা ২০ মিনিটের সময় ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে নদীর পাড়ে গেলে কাদার মধ্যে পা পিছলে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।
নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, ‘বন্যা থেকে বাঁচাতে ভাগিনাকে এখানে এনেছিলাম, কে জানত এখানেই সর্বনাশ হবে। এখন অন্তত দেহটা পেলেও একটু শান্তি পেতাম।’
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করেছে ডুবুরি দল। কোথাও সন্ধান পাওয়া যায়নি।
রাঙামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তাঁরা ছয়জনের একটি দল নিয়ে রামগড়ে এসে সন্ধান চালিয়েছেন। সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালায়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার আবার তল্লাশি অভিযান শুরু করা হবে।
নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।
আজ দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান চালায়। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মিনহাজ রামগড়ের ফেনীরকুলে নানাবাড়িতে আসে। ছাগলনাইয়ায় তাদের বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানাবাড়ি পাঠানো হয়। আজ দুপুর ১২টা ২০ মিনিটের সময় ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে নদীর পাড়ে গেলে কাদার মধ্যে পা পিছলে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।
নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, ‘বন্যা থেকে বাঁচাতে ভাগিনাকে এখানে এনেছিলাম, কে জানত এখানেই সর্বনাশ হবে। এখন অন্তত দেহটা পেলেও একটু শান্তি পেতাম।’
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করেছে ডুবুরি দল। কোথাও সন্ধান পাওয়া যায়নি।
রাঙামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তাঁরা ছয়জনের একটি দল নিয়ে রামগড়ে এসে সন্ধান চালিয়েছেন। সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল প্রাঙ্গণে এক যুবকের অর্ধমৃত দেহ পড়ে আছে। ৫-৬ যুবক তাঁকে ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে। এতেই শেষ নয়। রক্তাক্ত মৃতদেহটি টেনে রাস্তায় নিয়ে শরীরে আঘাত করা হচ্ছে। কেউ কেউ লাফাচ্ছে বুকের ওপর।
১ ঘণ্টা আগেরাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদ নামের এক তরুণ ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ডেঙ্গু ও করোনাভাইরাসের সংক্রমণ ছাপিয়ে মারাত্মক হয়ে উঠেছে চিকুনগুনিয়া। নগরের দুটি বেসরকারি ল্যাবের তথ্যমতে, নমুনা পরীক্ষায় প্রায় ৮৭ শতাংশের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত এসব নমুনা সংগ্রহ করা হয়। এদিকে ৯ জুলাই চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১০ জনের, করোনা শনাক্ত ৩ জনের।
১ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব
২ ঘণ্টা আগে