Ajker Patrika

পাওনা টাকা আদায়ের জেরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১০: ৩৫
পাওনা টাকা আদায়ের জেরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা ২ হাজার টাকা আদায় করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সানু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগে এ ঘটনা ঘটে। 

সানু মিয়া নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা। তিনি বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’ 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিবেশী আক্তার মিয়া ও হাবিব মিয়া প্রায় এক যুগ ধরে সিলেটে ভাঙারির ব্যবসা করতেন। কয়েক মাস আগে হাবিব মিয়ার কাছ থেকে আক্তার মিয়া দুই হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় আক্তারের মোবাইল ফোন কেড়ে নেন হাবিব। এর কিছুদিন পর ঈদুল আজহায় বাড়িতে আসেন তাঁরা। দুজনের বাড়ি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে। 

বাড়িতে এসে মোবাইল ফোন ফেরত চান আক্তার। মোবাইল ফোন ফেরত চাওয়ায় হাবিব ক্ষিপ্ত হন আক্তারের ওপর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানা জানি হলে গতকাল বিকেল ৫টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আপস হয়। এর কিছুক্ষণ পর আবারও হাবিবের লোকজন হামলা করে আক্তারের লোকজনদের ওপর। এ সময় আক্তারের পক্ষের সানু মিয়া নামের এক বৃদ্ধ আহত হন। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি সোহাগ রানা বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। তবে সানু মিয়া কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত