Ajker Patrika

চট্টগ্রামে ভুয়া প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ভুয়া প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ, আদালতে মামলা

চট্টগ্রামে সিটি স্ক্যাপ প্ল্যানার্স নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ বাবুল মিয়া। 

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. ফয়সাল নুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন-মো. আরাফাত (৪০) মো. মোমেন (৪৭), শিহাব উদ্দিন (৪৩), মোহাম্মদ নাজমুস সাকিব (৪০), মাহবুবুর রহমান (৪৫), এএসএম রফিকুল ইসলাম (৪১), এসএম সাইফুল ইসলাম (৩৯), এএসএম সুফিয়ান, ইকবাল হোছাইন (৪২), মোহাররামুল কবির (৪৯), পিযুষ চন্দ্র রায় (৪০), সুরাইয়া বেগম (৬১), মোহাম্মদ শাহজাহান (৮০), জেসমিন মান্নান (৪৫), শাহরিয়ার মাহমুদ (৩৯), রাশেদ হোছাইন (৩৫) ও খন্দকার শামীম আহমদ (৫২)। 

আইনজীবী মো. ফয়সাল নুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা সিটি স্ক্যাপ প্ল্যানার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে সেখানে বাদী আমেরিকা প্রবাসীর অজান্তে তাঁর নামে বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করেন।’

তিনি বলেন, ‘ভুয়া ওই কোম্পানির নামে দেশের বিভিন্ন স্থানে জমি কেনা–বেচা এবং ওই জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনা, ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।’ 

আইনজীবী মো. ফয়সাল নুর আরও বলেন, ‘আসামিরা বাদীকে কখনো ওই কোম্পানির চেয়ারম্যান, কখনো এমডি দেখিয়ে তাঁর স্বাক্ষর নকল করে এসব টাকা আত্মসাৎ করেছেন। 

বাদী দেশে এসে বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করেন। এর আগে সংক্ষুব্ধ পাওনাদরা টাকা আত্মসাতের ঘটনায় চারটি মামলা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত