প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের সাগরের চড়ে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ১১ ঘণ্টা আটকে থাকার পর সেন্টমার্টিন তীরে ফিরল ট্রলার। উৎকণ্ঠায় থাকলেও সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে তাঁরা সেন্টমার্টিন জেটিতে পৌঁছালে অপেক্ষায় থাকা স্বজনেররা তাঁদের গ্রহণ করে নেন।
ট্রলার ও সেন্টমার্টিনের বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ৫টার দিকে গণ যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে যায়। যেতে যেতেই মিয়ানমার সীমান্ত নাইক্ষংদিয়ার পাশের চড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঠিকঠাক করতেই জোয়ারের পানি নেমে ভাটা হয়ে যায়। এতে চড়ে আটকা পড়ে ট্রলারটি। চালক অপর একটি ট্রলারকে উদ্ধারের জন্য খবর দেন।
সেন্টমার্টিন থেকে অপর একটি ট্রলার উদ্ধারে গেলে, সেটিও চড়ে আটকা পড়ে। পরে উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে উদ্ধারে যায় অপর দুইটি ট্রলার। ট্রলার দুটি জোয়ারের ভাটার কারণে বেশ কিছু সময় উদ্ধারের কাজ চালাতে পারেনি। পরে জোয়ার আসলে উদ্ধার করে ভোর ৫টা সেন্টমার্টিনের জেটিতে ভিড়ে ট্রলারটি।
ট্রলারের যাত্রী আব্দুল্লাহ, মহি উদ্দিন, আরেফা ও ছেনুয়ার বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তারা জানান, উদ্বেগ উৎকণ্ঠায় ঘুমহীন রাত পার করতে হয়েছে তাঁদের। প্রাকৃতিক ডাক সহ নানা সময় এক ধরনের বন্দিশালায় ছিলেন বলে জানান তাঁরা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ট্রলারে ৪০ জন যাত্রীর মধ্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু ছিল। দ্রুত তাঁদের উদ্ধারে অপর একটি ট্রলারে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পরে আরও দুইটি ট্রলারের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয়। এসব যাত্রীদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকে নিতে গিয়েছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রেখে নিরাপদের কথা নিশ্চিত করেন ইউএনও।
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের সাগরের চড়ে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ১১ ঘণ্টা আটকে থাকার পর সেন্টমার্টিন তীরে ফিরল ট্রলার। উৎকণ্ঠায় থাকলেও সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে তাঁরা সেন্টমার্টিন জেটিতে পৌঁছালে অপেক্ষায় থাকা স্বজনেররা তাঁদের গ্রহণ করে নেন।
ট্রলার ও সেন্টমার্টিনের বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ৫টার দিকে গণ যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে যায়। যেতে যেতেই মিয়ানমার সীমান্ত নাইক্ষংদিয়ার পাশের চড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঠিকঠাক করতেই জোয়ারের পানি নেমে ভাটা হয়ে যায়। এতে চড়ে আটকা পড়ে ট্রলারটি। চালক অপর একটি ট্রলারকে উদ্ধারের জন্য খবর দেন।
সেন্টমার্টিন থেকে অপর একটি ট্রলার উদ্ধারে গেলে, সেটিও চড়ে আটকা পড়ে। পরে উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে উদ্ধারে যায় অপর দুইটি ট্রলার। ট্রলার দুটি জোয়ারের ভাটার কারণে বেশ কিছু সময় উদ্ধারের কাজ চালাতে পারেনি। পরে জোয়ার আসলে উদ্ধার করে ভোর ৫টা সেন্টমার্টিনের জেটিতে ভিড়ে ট্রলারটি।
ট্রলারের যাত্রী আব্দুল্লাহ, মহি উদ্দিন, আরেফা ও ছেনুয়ার বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তারা জানান, উদ্বেগ উৎকণ্ঠায় ঘুমহীন রাত পার করতে হয়েছে তাঁদের। প্রাকৃতিক ডাক সহ নানা সময় এক ধরনের বন্দিশালায় ছিলেন বলে জানান তাঁরা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ট্রলারে ৪০ জন যাত্রীর মধ্যে পুরুষের পাশাপাশি নারী ও শিশু ছিল। দ্রুত তাঁদের উদ্ধারে অপর একটি ট্রলারে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পরে আরও দুইটি ট্রলারের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয়। এসব যাত্রীদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকে নিতে গিয়েছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রেখে নিরাপদের কথা নিশ্চিত করেন ইউএনও।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় চট্টগ্রাম শহরে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’
৪ মিনিট আগেক্ষমতার অপব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়
১৩ মিনিট আগেবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈ
১৬ মিনিট আগেপিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।
২৩ মিনিট আগে