Ajker Patrika

২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের উপপরিদর্শক ও তাঁর স্ত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ১০: ০৩
২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের উপপরিদর্শক ও তাঁর স্ত্রী আটক

ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) উপপরিদর্শক রেজাউল করিমকে স্ত্রীসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। এ সময় তাঁর লাগেজ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই লাগেজে পুলিশের একটি ওয়াকিটকিও পাওয়া যায়।

গতকাল রাত ১০টার দিকে কলাতলী গ্রিন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাঁদের আটকের কথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

আটক রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী এপিবিএন ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী মলি পাশা (৪৪) টেকনাফেবেড়াতে এসেছিলেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক তন্তু মনি চাকমা আজকের পত্রিকাকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের অনুসরণ করে গ্রিনলাইন বাসে করে ঢাকায় যাওয়ার পথে আটক করা হয়। তাঁদের লাগেজ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক রেজাউল করিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পরিচয় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

আটক রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে ওই ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আটকের সময় এসআই রেজাউল করিম এই প্রতিবেদকের কাছে জব্দ করা ইয়াবা তাঁর বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়াবাগুলো টেকনাফের স্থানীয় একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এক চাচাকে দেওয়ার কথা ছিল। এতে আমার স্ত্রী ন্যূনতমও জড়িত নয়।’ 

রেজাউল সিলেট থেকে সাত মাস আগে বদলি হয়ে ১৬ এপিবিএনে যোগদান করেছেন বলে জানান। আগে আরও ইয়াবার চালান পাচার করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবারই প্রথম চালান নিয়ে যাচ্ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত