নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে যাত্রীবেশে উঠে রিকশাচালকের ৫৮০ টাকা–মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাইদুল হোসেন ওরফে সাকিব (২০), জোবায়েত হোসেন সাঈদ (২২) ও আবদুল্লাহ আরাফাত মানিক (২১)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের টার্গেট থাকে মূলত রিকশাচালকেরা। কারণ, গরিব ও অসহায় হওয়ায় ছিনতাইয়ের শিকার হওয়ার পরও তারা কোনো প্রতিবাদ করে না।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘তিন দিন আগে বেলা আড়াইটার দিকে পটিয়া সবুর রোড থেকে কেলিশহর যাওয়ার উদ্দেশ্যে আসামিরা একটি রিকশা ভাড়া করে। মাঝপথে ছুরির ভয় দেখিয়ে তাঁরা চালকের পকেটে থাকা ৫৮০ টাকা ও মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাটি জানতে পেরে পরে ভুক্তভোগী রিকশাচালককে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামে যাত্রীবেশে উঠে রিকশাচালকের ৫৮০ টাকা–মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাইদুল হোসেন ওরফে সাকিব (২০), জোবায়েত হোসেন সাঈদ (২২) ও আবদুল্লাহ আরাফাত মানিক (২১)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের টার্গেট থাকে মূলত রিকশাচালকেরা। কারণ, গরিব ও অসহায় হওয়ায় ছিনতাইয়ের শিকার হওয়ার পরও তারা কোনো প্রতিবাদ করে না।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘তিন দিন আগে বেলা আড়াইটার দিকে পটিয়া সবুর রোড থেকে কেলিশহর যাওয়ার উদ্দেশ্যে আসামিরা একটি রিকশা ভাড়া করে। মাঝপথে ছুরির ভয় দেখিয়ে তাঁরা চালকের পকেটে থাকা ৫৮০ টাকা ও মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাটি জানতে পেরে পরে ভুক্তভোগী রিকশাচালককে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে স্বপন মেম্বার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি রূপগঞ্জের মর্তুজাবাদ গ্রামের বাসিন্দা।
১৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় এলাকাবাসীর পিটুনিতে বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
১৪ মিনিট আগেখুলনায় কিশোর ইয়াছিন ওরফে শুভ হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ নিহত কিশোরের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
২৫ মিনিট আগে