Ajker Patrika

থানচিতে ৫০ হাজার পিচ ইয়াবা জব্দ

থানচি (বান্দরবান) প্রতিনিধি
থানচিতে ৫০ হাজার পিচ ইয়াবা জব্দ

বান্দরবানে থানচিতে বিজিবি অভিযান চালিয়ে ৫০ হাজার পিচ ইয়াবা জব্দ করেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর পর্যটন কেন্দ্রের এলাকা এগুলো জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি।

এ সময় বিজিবি অভিযানে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা জানায় বিজিবি। 

এ বিষয়ে লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের জানান, বিজিবি সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’এর আওতায় সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারির সঙ্গে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান দমন অভিযান চালানো হয়। এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত