Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নেত্রী স্বামীসহ গ্রেপ্তার, ৭৮ ভুয়া এনআইডি উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২১: ৩২
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নেত্রী স্বামীসহ গ্রেপ্তার, ৭৮ ভুয়া এনআইডি উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিন (৪০) ও তাঁর স্বামী মিনার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

এ সময় তাঁদের কাছ থেকে ৭৫টি ইয়াবা বড়ি, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গতকাল মধ্যরাতে উপজেলার ইসলামপুরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে ৭৫টি ইয়াবা বড়ি, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং মাদক কারবারের নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, নিলুফা ইয়াসমিনের স্বামী মিনার মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। এই ঘটনা স্বামী-স্ত্রী উভয়কে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে হামলা-বিস্ফোরণের অভিযোগে ইতিপূর্বে মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত