Ajker Patrika

কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ১৯
কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

কক্সবাজার শহরের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত আবুল কালাম আজাদ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শুতরিয়া পাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার শহরের হাজি পাড়া এলাকায় বসবাস করছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে আবুল কালাম আজাদকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন ইজিবাইকের (টমটম) যাত্রীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। আবুল কালাম আজাদ ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা ছুরিকাঘাতের পর আবুল কালাম আজাদকে সড়কে ফেলে রেখে তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে, ছিনতাইকারীকে তাঁকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’ 

সম্প্রতি কক্সবাজার শহরে আশঙ্কাজনক হারে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে। অপরদিকে গত পাঁচ দিনে জেলায় দুই রোহিঙ্গাসহ সাতজন খুন হয়েছেন। এতে সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত