Ajker Patrika

বেলতলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি
বেলতলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরেক যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতরা হলেন-সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০), একই ইউনিয়নের সালমানপুরের সানন্দা গ্রামের নুরুল ইসলামে স্ত্রী ঝর্ণা বেগম (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন। 

জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের তামজিদ সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী ইকোনো বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী মারা গেছেন। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আরও একজন মারা যান। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত