Ajker Patrika

চাঁদপুরে আওয়ামী লীগ নেত্রী ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খান গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে আওয়ামী লীগ নেত্রী ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খান গ্রেপ্তার

চাঁদপুরে আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খানকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানা-পুলিশ অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি নিজ বাড়ি থেকে লিমন খানকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত লিমন খানকে আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তার হওয়া লিমন খান রাড়ীকান্দি গ্রামের আবুল হোসেন খানের ছেলে। 

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ২০১৮ সালের ৪ জুন সোমবার রাতে চাঁদপুর শহরে তাঁর নিজ বাসায় খুন হন। এ খুনের ঘটনায় ওই রাতেই তার স্বামী চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলামকে আটক করা হয়। এখন জামিনে রয়েছেন তিনি। 

এ ঘটনায় নিহতের ভাই ফোরকান খান বাদী হয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকেসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান এ জবানবন্দি দিয়েছেন বলে আদালত ও পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

পুলিশের ওই সূত্র জানায়, এই দুই আসামি মামলার এজাহারভুক্ত না হলেও মামলার প্রধান আসামি ফেন্সির স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা, জহিরের ভাই এবং বোনকে আটকের পর রিমান্ড ও অন্যান্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম, যাদের মধ্যে রাকিবুল হাসান স্বীকারোক্তি দিয়েছেন। 

রাকিবুল হাসানের স্বীকারোক্তির পর পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছে। রাকিবের জবানবন্দিতে এসেছে, তারা টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী লিমন খানকে আসামি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত