Ajker Patrika

‘যে পতাকার জন্য যুদ্ধ করেছি, সেই পতাকা মাথায় নিয়ে ওরা রাজাকার স্লোগান দেয়’

ফেনী প্রতিনিধি
Thumbnail image

‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত কোটাবিরোধী আন্দোলনকারী ও স্ব-ঘোষিত রাজাকার’দের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীতে এই কর্মসূচি পালন করে। খেজুর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ‘যে পতাকার জন্য আমরা ৯ মাস যুদ্ধ করেছি, সেই পতাকা মাথায় নিয়ে রাজাকার, রাজাকার স্লোগান দেয়। এটি আমাদের জন্য লজ্জার। এ দেশের তথাকথিত মেধাবীরা মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে আপত্তি করছে। তারা বোধ হয় ভুলে গেছে, আমরা যদি এ দেশ স্বাধীন না করতাম, তাহলে আজকের অস্তিত্বই থাকত না।’

মহব্বত আলী নামের এক বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘যুবক বয়সে এ দেশের মানুষের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম। জীবনের শেষ মুহূর্তে তীব্র গরমের মধ্যে আবারও নিজেদের সম্মান বাঁচাতে রাজপথে নেমেছি। যাঁরা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলছেন, তাঁরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। কোনো শিক্ষিত মানুষ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তি করার কথা নয়।’

ফেনীতে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাএ সময় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন শাহরিয়ার, সোনাগাজী উপজেলা কমান্ডার নাসির উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত