Ajker Patrika

অপহরণের ৪ ঘণ্টা পর দুই ছাত্রদল নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
অপহরণের ৪ ঘণ্টা পর দুই ছাত্রদল নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের দুই নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীরা। আজ বৃহস্পতিবার উপজেলার কর্ণফুলী নদীর মাজের চরে থেকে তাদের উদ্ধার করা হয়। 

এর আগে বেলা ১১টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে অপহৃত হন। তাদের হাত, পা ও চোখ বেঁধে কর্ণফুলী নদীর মাজের চরে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

খোঁজ নিয়ে জানা যায়, রাউজান উপজেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। 

এই বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি। 

তবে থানার উপপরিদর্শক নাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ নয়, এটি দুই গ্রুপের মারামারির ঘটনা বলে জানতে পেরেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত