Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০: ১৪
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ৪ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী আমিনা খাতুন পলাতক রয়েছেন।

এফ-২ ব্লকের বাসিন্দা কামালের (৩৪) প্রতিবেশী আব্দুল করিম বলেন, প্রথম স্ত্রীর কারণে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কামালের ঝগড়া লেগেই থাকত। বহুবিবাহ এবং স্ত্রীদের মতের অমিল তাঁর প্রাণ কেড়ে নিল।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাঁর স্বামীকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

রোহিঙ্গাদের মধ্যে বহুবিবাহের প্রবণতা থাকায় এর আগেও উখিয়ার ক্যাম্পে এ ধরনের ঘটনা ঘটেছে। গত বছর একটি রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্বামীর হাতে প্রথম স্ত্রী খুন হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত