Ajker Patrika

আখাউড়ায় সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২১: ৪৯
আখাউড়ায় সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিরাজ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের বড় বাজার চন্দনসার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী জানান, অভিযুক্ত সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। তিনি প্রায় দেড় বছর আগে তিন সন্তানসহ এক নারীকে বিয়ে করেন। তারা চন্দরসার এলাকায় বসবাস করে আসছিলেন। আজ শুক্রবার সকালে বড় মেয়েকে ঘরে রেখে মা বাইরের কাজে বের হন।

এ সময় বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে সিরাজকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন প্রতিবেশীরা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে সৎবাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত