Ajker Patrika

হালুয়াঘাটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, জামাতা আটক

হালুয়াঘাট প্রতিনিধি
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে আবদুল মতিন (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্বজনদের।

আজ বুধবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের জামাতা আরশাদ আলীকে (৪২) আটক করা হয়েছে।

নিহত আবদুল মতিন ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে মতিন বাড়ি থেকে বাজারে যান। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে বাজারের মোড়ে দেখতে পান এলাকাবাসী।

বুধবার ভোরে নামাজের সময় স্থানীয়রা লক্ষ্মীকুড়া এলাকার মেনংছড়া-রাবার ড্যাম সড়কের ইটের সলিং অংশে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তাঁরা আশপাশে খুঁজতে গিয়ে নূরুল ইসলামের পুকুরপাড়ের ঝোপে উপুড় হয়ে থাকা একটি রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি শনাক্ত ও উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, বাজার থেকে ফেরার পথে ইটের সলিং রাস্তায় পৌঁছালে পেছন থেকে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয় এবং পরে মরদেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।

নিহতের চাচাতো ভাই আবদুর রহমান বলেন, ‘বিকেলে সে আমার কাছ থেকে ২০০ টাকা ধার নিয়ে বাজারে গিয়েছিল। রাত ১০টা পর্যন্ত তাকে বাজারের মোড়ে দেখা গেছে। সম্ভবত বাড়ি ফেরার পথে কেউ তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে।’ তিনি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত