Ajker Patrika

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আসকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে বাড়ি ঘেরাও করে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করেন। ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে বাড়ি ঘেরাও করে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এক নারী ও তাঁর দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণপিটুনি বা মব সন্ত্রাসকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করে এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আসকের পক্ষ থেকে বলা হয়, কড়ইবাড়ী গ্রামে রোকসানা আক্তার রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তারকে (২২) তাঁদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল ব্যক্তি। এ ঘটনায় পরিবারটির আরও এক নারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কোনো ধরনের আইনিপ্রক্রিয়া অনুসরণ না করে এভাবে কাউকে হত্যা করা কেবল আইনের শাসনের পরিপন্থীই নয়, এটি নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলেও মন্তব্য করে আসক।

সংস্থাটি নিজেদের এক পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলে, এ বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণপিটুনির ঘটনায় কমপক্ষে ৯৪ জন প্রাণ হারান। এসব ঘটনা সমাজে ভয়, নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরও গভীরভাবে প্রোথিত করছে।

আসকের ভাষ্য, গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এই সহিংসপ্রবণতা বাড়ছে।

জিরো টলারেন্স নীতিতে এ ধরনের সহিংসতা রোধ এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত