লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালেই এই দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে প্রায় দেড় শ শিশু।
এদিকে জেলা সদর হাসপাতালে শিশু শয্যা রয়েছে মাত্র ১৫টি। শয্যার তুলনায় ১০ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। তাই শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই রকম।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জসিম উদ্দিন ও কামাল উদ্দিন বলেন, বেড না থাকায় তিন-চারটি শিশুকে এক বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে রোগীর স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে। ভর্তির পর হাসপাতাল থেকে তাদের খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেওয়া হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া তেমন চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আবুল বাসার ও মহিন উদ্দিন বলেন, হাসপাতালে পা রাখার জায়গা নেই। বারান্দায় ও শিশু ওয়ার্ডের ফ্লোরে শিশুদের রাখা হচ্ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময়ে শিশুদের গরম কাপড় পরিধানসহ বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
লক্ষ্মীপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালেই এই দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে প্রায় দেড় শ শিশু।
এদিকে জেলা সদর হাসপাতালে শিশু শয্যা রয়েছে মাত্র ১৫টি। শয্যার তুলনায় ১০ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। তাই শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই রকম।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জসিম উদ্দিন ও কামাল উদ্দিন বলেন, বেড না থাকায় তিন-চারটি শিশুকে এক বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে রোগীর স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে। ভর্তির পর হাসপাতাল থেকে তাদের খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেওয়া হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া তেমন চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আবুল বাসার ও মহিন উদ্দিন বলেন, হাসপাতালে পা রাখার জায়গা নেই। বারান্দায় ও শিশু ওয়ার্ডের ফ্লোরে শিশুদের রাখা হচ্ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময়ে শিশুদের গরম কাপড় পরিধানসহ বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১২ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৮ মিনিট আগে