Ajker Patrika

কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপির ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৫৬
কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপির ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবদুল মতিন তোতার মৃত্যুর ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির নেতা মো. ইসমাইলসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টায় চরএলাহী বাজারে একটি ফলের দোকানে বিএনপি নেতা আবদুল মতিন তোতার ওপর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বিএনপি নেতা মো. ইসমাইল, মোস্তাফিজুর রহমানসহ আসামিরা হামলা চালান। 

এ সময় অভিযুক্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আবদুল মতিন তোতাকে উদ্ধার করে নোয়াখালী থেকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার আবদুল মতিন তোতা মারা যান। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মামলার আজকের পত্রিকা বলেন, ‘বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলাটি রুজু করে আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত