Ajker Patrika

চট্টগ্রামে মামলা বেড়ে ৩০, গ্রেপ্তার সাড়ে ৮০০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২০: ৪২
চট্টগ্রামে মামলা বেড়ে ৩০, গ্রেপ্তার সাড়ে ৮০০

চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে নাশকতার সর্বশেষ মামলাটি করেছে। পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরে আরও ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, আকবরশাহ থানায় হওয়া নতুন মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে। এটা নিয়ে চট্টগ্রাম নগরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় হওয়া ১১টি মামলায় ৩৭১ জন গ্রেপ্তার হয়েছেন।

এর আগে গত ১৬ ও ১৮ জুলাই পৃথক ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের মুরাদপুর ও বহদ্দারহাট রণক্ষেত্রে পরিণত হয়। ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক।

পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, কোটা আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানায় ছয়টি, কোতোয়ালি থানায় চারটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া, খুলশী, হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানায় একটি করে মোট ১৯টি মামলা হয়েছে। হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতাসহ বিশেষ ক্ষমতা আইনে হওয়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত যুবদলের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত