Ajker Patrika

টেকনাফ শিবির থেকে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ শিবির থেকে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে মো. জোবায়ের (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের দাবি, আটক রোহিঙ্গা যুবক একজন সক্রিয় ডাকাত। গতকাল শনিবার সন্ধ্যা হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবক শিবিরের বাসিন্দা নাছিরের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এপিবিএন-১৬ এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি-ব্লক এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদ পাই। এই সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত