Ajker Patrika

প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন চকরিয়ার সেই পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন চকরিয়ার সেই পরিবার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের সেই পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের সুপারিশে এই অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

হাসানুল ইসলাম আদর বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনার ছয় ভাইয়ের পরিবার সব হারিয়েছে। দুর্ঘটনার দিন থেকে পরিবারগুলোর পাশে ছিলাম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে তাঁরা বেঁচে থাকার আশাটুকুই হারিয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাংসদ জাফর আলমের সুপারিশে আবেদন জমা করি। পরে তা মঞ্জুর হয়। অনুদানের চেক আনতে এখন আমি ঢাকার পথে। আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ফেব্রুয়ারি ভোরে সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্রের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি গেট এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যান অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরেক ভাই রক্তিম সুশীল। এ সময় সুরেশ চন্দ্রের দুই ছেলে ও মেয়ে আহত হন । তাঁরা এখন সুস্থতার পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত