Ajker Patrika

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩: ১২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল স্টেশন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আনিকা (৩০) ঢাকার মোহাম্মদপুরের আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্বামী আবদুল মমিন (৩৬)। তবে নিহত মানসিক ভারসাম্যহীন অপর নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারে রওনা হওয়া ৮ থেকে ১০টি মোটরসাইকেল মহাসড়কের ফৌজদারহাট জলিল গেট এলাকা অতিক্রমকালে রাস্তায় হঠাৎ ছুটে আসেন এক মানসিক ভারসাম্যহীন নারী। তাঁকে মোটরসাইকেল আরোহী মমিন সজোর ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি মহাসড়কের মাঝে উল্টে যাওয়ায় মমিন ও তাঁর স্ত্রী আনিকা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের সঙ্গে থাকা পর্যটকেরা আহত দুজনকে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল আরোহীরা কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে যাচ্ছিলেন। মহাসড়কের জলিল গেট এলাকায় মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত