কুমিল্লা প্রতিনিধি
জেলা পরিষদের নির্বাচনে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
আজ শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়। নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ সড়কসহ বিভিন্ন বিপণিবিতান, বাজার ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা আতিক উল্লাহ খোকনকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সংবলিত ব্যানার নিয়ে এই দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, সাত্তার খান ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুন বকুল, খন্দকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, চৌরঙ্গী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীরুজ্জামান ভূইয়া, কুমিল্লা সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ইদু মিয়া, রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছালেক, বাদশা মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসেত, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহম্মেদ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রাহমানসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির নেতারা বক্তব্য দেন।
অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, কুমিল্লা সিটি নির্বাচন পরিচালনার প্রধানসহ বিভিন্ন নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করে নৌকার পক্ষের প্রার্থীদের জয়ে ভূমিকা রেখেছেন। একনিষ্ঠভাবে দীর্ঘকাল দলের জন্য কাজ করেছেন। তা ছাড়া দলের পাশাপাশি কুমিল্লা দোকান মালিক সমিতির অন্তর্ভুক্ত সব সমিতিকে সুসংগঠিত করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ খোকনের নৌকা প্রতীকের মনোনয়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে।
জেলা পরিষদের নির্বাচনে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
আজ শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়। নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ সড়কসহ বিভিন্ন বিপণিবিতান, বাজার ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা আতিক উল্লাহ খোকনকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সংবলিত ব্যানার নিয়ে এই দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, সাত্তার খান ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুন বকুল, খন্দকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, চৌরঙ্গী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীরুজ্জামান ভূইয়া, কুমিল্লা সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ইদু মিয়া, রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছালেক, বাদশা মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসেত, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহম্মেদ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রাহমানসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির নেতারা বক্তব্য দেন।
অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, কুমিল্লা সিটি নির্বাচন পরিচালনার প্রধানসহ বিভিন্ন নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করে নৌকার পক্ষের প্রার্থীদের জয়ে ভূমিকা রেখেছেন। একনিষ্ঠভাবে দীর্ঘকাল দলের জন্য কাজ করেছেন। তা ছাড়া দলের পাশাপাশি কুমিল্লা দোকান মালিক সমিতির অন্তর্ভুক্ত সব সমিতিকে সুসংগঠিত করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ খোকনের নৌকা প্রতীকের মনোনয়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের বাগানবিলাসে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এ মানবিক সহায়তা দেন।
৩ ঘণ্টা আগেসুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এই ঘটনা ঘটে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন...
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
৪ ঘণ্টা আগে