লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগামী দিনে বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
আর ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলেছে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি কলেজের মাঠে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘স্থিতিশীলতার জন্য স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে রয়েছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেটর দল। এই যুগের মডারেটর সংগঠন হলো বিএনপি।’
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেটর দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার, আমরা তা-ই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি।
‘সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’
ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন মাহবুব আলম মামুন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০ দল অংশ নেয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগামী দিনে বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
আর ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলেছে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি কলেজের মাঠে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘স্থিতিশীলতার জন্য স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে রয়েছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেটর দল। এই যুগের মডারেটর সংগঠন হলো বিএনপি।’
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেটর দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার, আমরা তা-ই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি।
‘সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’
ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন মাহবুব আলম মামুন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০ দল অংশ নেয়।
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিলঘুষিতে মাহবুল আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক। যেখানে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেখানে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হওয়ার কথা হয়। বিষয়টায় সরকার গুরুত্ব দেবে। আমরা প্রস্তুত হয়ে আছি, ফেব্রুয়ার
১৪ মিনিট আগেবিয়ের প্রলোভনে রাজশাহী থেকে এক নারীকে নিয়ে পালিয়েছিলেন এক যুবক। এরপর তাঁরা এক সপ্তাহ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের একটি ভাড়া বাসায়। সেখানে ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেন। পরে বিয়ে না করে কৌশলে পালিয়ে যান। এর সাড়ে তিন মাস পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
২৩ মিনিট আগেজুলাই আন্দোলনে সংঘটিত একাধিক মামলার পলাতক আসামি শেখ আমজাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে