Ajker Patrika

নবীনগরে দিঘিতে ভাসছিল শরীর থেকে বিচ্ছিন্ন দুইটি পা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে দিঘিতে ভাসছিল শরীর থেকে বিচ্ছিন্ন দুইটি পা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দিঘিতে দেহ থেকে বিচ্ছিন্ন দুইটি পা ভেসে ওঠে। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়ার বিটঘর দিঘি থেকে ভাসমান পা দুটিকে উদ্ধার করে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা দিঘিতে পা দুইটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুইটি উদ্ধার করে। উদ্ধার করা পা দুটি কিছুদিন আগে জেলা সদর থেকে উদ্ধার করা মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা–পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুরপাড়ে ফেলে রাখা একটি লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। তবে লাগেজের ভেতরে মাথা ও পায়ের অংশ পাওয়া যায়নি। ওই মরদেহের পরিচয় শনাক্তে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত