চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও বাস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বাড়ানোসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংগঠনের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, শাটল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং সম্পূর্ণ ব্যয় বহন করা, অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা, শাটল ট্রেনের দুর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শাস্তির ব্যবস্থা, শাটল ট্রেনের সংখ্যা ও শিডিউল বৃদ্ধি করা, ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে নেতৃদ্বয় বলেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে শিক্ষার্থী আহতের দুঃখজনক ঘটনা ঘটে। শাটল ট্রেনে বগির সংকট ও অপব্যবস্থাপনার দরুন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়।
তারা বলেন, সেই শান্তিপূর্ণ অধিকার আদায়ের আন্দোলনে কিছু বিশৃঙ্খলাকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
নেতৃদ্বয় বলেন বলেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা করা হয় কতিপয় নিরপরাধ এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের নামে। যা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য নিপীড়নের শামিল। নিরপরাধ ওই শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চবি শাখা ছাত্রলীগ। তারা অবিলম্বে নিরপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা থেকে অব্যাহতি প্রদান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলো আমরা পূরণের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘মামলার বিষয় তদন্তাধীন। তবে কেউ নিরপরাধ থাকলে তার নাম অধিকতর তদন্ত করে বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে আমরা শাস্তির আওতায় আনব না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও বাস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বাড়ানোসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংগঠনের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, শাটল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং সম্পূর্ণ ব্যয় বহন করা, অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা, শাটল ট্রেনের দুর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শাস্তির ব্যবস্থা, শাটল ট্রেনের সংখ্যা ও শিডিউল বৃদ্ধি করা, ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে নেতৃদ্বয় বলেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে শিক্ষার্থী আহতের দুঃখজনক ঘটনা ঘটে। শাটল ট্রেনে বগির সংকট ও অপব্যবস্থাপনার দরুন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়।
তারা বলেন, সেই শান্তিপূর্ণ অধিকার আদায়ের আন্দোলনে কিছু বিশৃঙ্খলাকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
নেতৃদ্বয় বলেন বলেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা করা হয় কতিপয় নিরপরাধ এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের নামে। যা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য নিপীড়নের শামিল। নিরপরাধ ওই শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চবি শাখা ছাত্রলীগ। তারা অবিলম্বে নিরপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা থেকে অব্যাহতি প্রদান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলো আমরা পূরণের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘মামলার বিষয় তদন্তাধীন। তবে কেউ নিরপরাধ থাকলে তার নাম অধিকতর তদন্ত করে বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে আমরা শাস্তির আওতায় আনব না।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
১৪ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
১৯ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২৪ মিনিট আগে