Ajker Patrika

বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে পাসপোর্ট, ৩ জনের হজ অনিশ্চিত 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৮: ০৩
Thumbnail image

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের। 

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে। 

আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’ 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত