Ajker Patrika

তুমব্রুর পর এবার জামছড়ি কেঁপে উঠল মর্টারশেলের শব্দে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১০: ৪৩
তুমব্রুর পর এবার জামছড়ি কেঁপে উঠল মর্টারশেলের শব্দে

তুমব্রু সীমান্তের পর এবার ৩৪ কিলোমিটার দূরের জামছড়ি কেঁপে উঠল মর্টারশেলের গোলার বিকট শব্দে। পয়েন্টটি নাইক্ষ‍্যংছড়ি সদর আওতাধীন ৮ নম্বর ওয়ার্ডের ৪৪-৪৫ সীমান্ত পিলারের মাঝামাঝি। আজ মঙ্গলবার সকালে, বিকেলে ও রাতে চারটি মর্টারশেলের প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে পাহাড়ি জনপদ জামছড়িসহ আশপাশের এলাকা। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।

এর আগে গতকাল সোমবারও জামছড়িসহ সাপমারাঝিরি, প্রধান ঝিরি, ছনখোলা, দক্ষিণ চাকঢালা ও ফুলতলী সীমান্তের মানুষ মর্টারশেলের শব্দ শুনতে পান। 

সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরপর দুটি, বিকেল ৫টার দিকে একটি এবং রাতে আরেকটি মর্টারশেলের প্রকট আওয়াজ শুনতে পায় জামছড়ির মানুষ। ১১ বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে এই সীমান্ত পয়েন্টে। টহল জোরদার আছে। 

স্থানীয় বাসিন্দা কৃষক আবুল কালাম বলেন, বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন এবং তিনি ভয়ে কাতর হয়ে আছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, লোকজনের মাধ্যমে তিনি শুনেছেন। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে লোকজনকে আতঙ্কিত না হতে বলা হয়েছে। 

এদিকে তমব্রুর ব‍্যবসায়ী সরোয়ার জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৪-৩৫ সীমানা পিলারের মাঝামাঝি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে রাতের বেলায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত