Ajker Patrika

সংরক্ষিত এলাকা থেকে রেলওয়ের জিনিস চুরি, গ্রেপ্তার ১ 

রামু (কক্সবাজার) প্রতিনিধি
সংরক্ষিত এলাকা থেকে রেলওয়ের জিনিস চুরি, গ্রেপ্তার ১ 

কক্সবাজারের রামু উপজেলার বাইপাস থেকে গত ১৩ জুন কক্সবাজার দোহাজারী রেলওয়ে প্রকল্পের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের গোডাউন থেকে আনুমানিক একাত্তর লাখ টাকার বিম চুরির ঘটনা ঘটে। আজ রোববার ওই চুরির সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া বিমগুলো উদ্ধার করেছে পুলিশ। 

জানা গেছে, চুরি যাওয়া বিমগুলো লোহার আই বিম ও এইচ বিম। এসব বিম বেইলি সেতু ও রেলওয়ের নানান কাজে এসব বিম ব্যবহৃত হয়। রামু থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ম্যাক্স কোম্পানির মোট চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য একাত্তর লাখ টাকা। 

এ ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তভার পাওয়ার পর আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী উত্তর বাজার নামক এলাকা থেকে প্রধান আসামি ইয়াকুব (৪১) গ্রেপ্তার করি। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যমতে চোরাইকৃত মালামালও উদ্ধার করি।’ 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রজেক্ট অফিসের এক কর্মচারী বলেন, ‘গ্রেপ্তার হওয়া প্রধান আসামি ইয়াকুব এখানকার ইনভেনটরের দায়িত্বে ছিলেন। তিনিই মূলত এসব মালামাল চুরি করেছেন।’ 

এদিকে অধিক নিরাপত্তা থাকার পরেও রেলওয়ে প্রকল্পের এতগুলো মালামাল কীভাবে চুরি হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে ম্যাক্সের রামু বাইপাস প্রজেক্ট সাইট অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত