Ajker Patrika

খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধস, নিহত ২ 

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২১: ১৫
খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধস, নিহত ২ 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের গ্রিল শেডের ছাদ ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিন শ্রমিক শেডের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। এ ছাড়া আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, নতুন ভবনের গ্রিল শেড নির্মাণকাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম সাজ্জাদ হোসেন। আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নতুন ভবনের গ্রিল শেড নির্মাণকাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। ছবি: আজকের পত্রিকাফায়ার সার্ভিস সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে একজন নিহত হয়েছেন। পরে সন্ধ্যার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও কোনো শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে আছেন কি না, তা জানার জন্য উদ্ধার কাজ চলছে।’

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী বলেন, নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত