Ajker Patrika

শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬: ১৫
শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ 

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার দুপুর আড়াইটা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার মধ্যে রানওয়ে স্বাভাবিক হয়ে যাবে। 

ফরহাদ হোসেন বলেন, ‘বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর রানওয়েতে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। বিকেল ৪টার আগেই রানওয়ে খুলে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত