বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামের এক হাজতি। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মিনিট আগেটঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করে। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গল) যদি সে
১৬ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।’
১৭ মিনিট আগে