কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া মাছ ধরার ট্রলারের ২৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে ও গতকাল মঙ্গলবার রাতে মাছ ধরার ট্রলার দুটি তলিয়ে যায়।
গতকাল রাতে ট্রলারে থাকা ১৪ জেলে পাঁচ ঘণ্টা পানিতে ভাসমান থাকার পর উদ্ধার করে পাশের একটি ট্রলারের মাঝিরা। এরপর আজ ভোরে কুতুবদিয়ার তিন কিলোমিটার পশ্চিমে সাগরে আরও একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায়ও ১৪ জেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জাহাজের মাঝিরা।
ট্রলার মালিক মোহাম্মদ নিজাম জানান, গত রোববার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা দেয় মালেক শাহ্-১ নামের ট্রলারটি। গতকাল ভোরে ঝড়ের কবলে পড়ে। দীর্ঘসময় ঝড়ের সঙ্গে টিকে থেকে বিকেলে দিকে প্রবল পানির বেগে ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলেকে পাশের একটি জাহাজ উদ্ধার করে উপকূলে নিয়ে যান।
ট্রলার মালিক মোহাম্মদ নিজাম বলেন, ‘প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ছাড়াও আল্লাহর দান ও মো. ফয়েজ নামের আরও দুটি ট্রলার ডুবে গেছে মাছ শিকার করতে গিয়ে।’
ডুবে যাওয়া ট্রলারের চালক ইয়াসিন মাঝি বলেন, সাগরে পানির স্রোতের সঙ্গে বেড়ে যায় বাতাস। সাগরে হয়ে উঠে উত্তাল। প্রাণপণ চেষ্টা করেও টিকে থাকা গেল না সাগরে। শেষমেশ পানির ধাক্কায় ট্রলারের গাছ ফেটে ভেতরে পানি ঢুকতে ঢুকতে একপর্যায়ে তা পানির নিচে তলিয়ে যায়। পরে ৫ ঘণ্টা ভেসে থাকার পর বরিশালের একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে।
এদিকে আজ দুপুরে ডুবে যাওয়া অপর বোট মালিক আলী নুর সওদাগর বলেন, মাছ শিকারে গিয়ে তাদের ট্রলারটি ঝরের কবলে পড়ে। এ সময় ১৪ জন মাঝিকে পাশের জাহাজের মাঝিদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোস্টগার্ড সিজি স্টেশন সাঙ্গুর সিপিজি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ জানিয়েছেন, পানির স্রোত বেড়ে যাওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটছে। কর্নেলের নেতৃত্বে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া মাছ ধরার ট্রলারের ২৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে ও গতকাল মঙ্গলবার রাতে মাছ ধরার ট্রলার দুটি তলিয়ে যায়।
গতকাল রাতে ট্রলারে থাকা ১৪ জেলে পাঁচ ঘণ্টা পানিতে ভাসমান থাকার পর উদ্ধার করে পাশের একটি ট্রলারের মাঝিরা। এরপর আজ ভোরে কুতুবদিয়ার তিন কিলোমিটার পশ্চিমে সাগরে আরও একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায়ও ১৪ জেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জাহাজের মাঝিরা।
ট্রলার মালিক মোহাম্মদ নিজাম জানান, গত রোববার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা দেয় মালেক শাহ্-১ নামের ট্রলারটি। গতকাল ভোরে ঝড়ের কবলে পড়ে। দীর্ঘসময় ঝড়ের সঙ্গে টিকে থেকে বিকেলে দিকে প্রবল পানির বেগে ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলেকে পাশের একটি জাহাজ উদ্ধার করে উপকূলে নিয়ে যান।
ট্রলার মালিক মোহাম্মদ নিজাম বলেন, ‘প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ছাড়াও আল্লাহর দান ও মো. ফয়েজ নামের আরও দুটি ট্রলার ডুবে গেছে মাছ শিকার করতে গিয়ে।’
ডুবে যাওয়া ট্রলারের চালক ইয়াসিন মাঝি বলেন, সাগরে পানির স্রোতের সঙ্গে বেড়ে যায় বাতাস। সাগরে হয়ে উঠে উত্তাল। প্রাণপণ চেষ্টা করেও টিকে থাকা গেল না সাগরে। শেষমেশ পানির ধাক্কায় ট্রলারের গাছ ফেটে ভেতরে পানি ঢুকতে ঢুকতে একপর্যায়ে তা পানির নিচে তলিয়ে যায়। পরে ৫ ঘণ্টা ভেসে থাকার পর বরিশালের একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে।
এদিকে আজ দুপুরে ডুবে যাওয়া অপর বোট মালিক আলী নুর সওদাগর বলেন, মাছ শিকারে গিয়ে তাদের ট্রলারটি ঝরের কবলে পড়ে। এ সময় ১৪ জন মাঝিকে পাশের জাহাজের মাঝিদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোস্টগার্ড সিজি স্টেশন সাঙ্গুর সিপিজি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ জানিয়েছেন, পানির স্রোত বেড়ে যাওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটছে। কর্নেলের নেতৃত্বে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষ করছিল এক কৃষক। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ। ওই গাঁজা চাষির নাম মো. আবুল হোসেন হাওলাদার (৪৭)। তিনি একই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।
৭ মিনিট আগেদেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ...
২৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ায় পরপর দুইটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে নেমে এসেছে চরম সিডিউল বিপর্যয়। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ট্রেন আটকে থাকাসহ নানা সমস্যায় আতঙ্ক-অসন্তোষে যাত্রীরা। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত নরসিংদীর বিভিন্ন স্টেশনগুলোতে...
৩০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কনিকাড়া কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে...
১ ঘণ্টা আগে