Ajker Patrika

সেন্ট মার্টিনে ডুবোচরে জাহাজ আটকা, ৪৪ পর্যটক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৩
সেন্ট মার্টিনে ডুবোচরে জাহাজ আটকা, ৪৪ পর্যটক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে ডুবোচরে পর্যটকবাহী জাহাজ এম ভি গ্রিন লাইন-১ আটকে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল জাহাজ থেকে ৪৪ জনকে উদ্ধার করে। আজ রোববার শাহপরীর দ্বীপের সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার বেলা সাড়ে ১১টায় সেন্ট মার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। 

খবর পেয়ে কোস্ট গার্ড সেন্ট মার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে। পরে তাদের নিরাপদে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হয়।’ এ সময় সেন্ট মার্টিন নোঙরে অবস্থানরত কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ ‘কামরুজ্জামান’ এ পর্যটকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয় বলে জানান তিনি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন,  আটকা পড়া পর্যটকেরা সেন্ট মার্টিন পৌঁছেছে। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত