লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
১১ মিনিট আগে৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে
২০ মিনিট আগেযমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম
২৩ মিনিট আগেবাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একই সঙ্গে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
২৩ মিনিট আগে