Ajker Patrika

টেকনাফের নাফ নদী থেকে ৫ জেলেকে তুলে নিল মিয়ানমারের অস্ত্রধারীরা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২১: ৪৩
Thumbnail image

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।

জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ফেরত আনতে আলোচনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত