কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।
জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ফেরত আনতে আলোচনা চলছে।
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।
জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ফেরত আনতে আলোচনা চলছে।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৮ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১৬ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৪২ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে