Ajker Patrika

হাটহাজারীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৪
হাটহাজারীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় থেকে মো. নাজিম (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর মির্জাপুরের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনির পাহাড়ের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজিম। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল হক সাংবাদিকদের বলেন, বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিয়ে করেছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। 

হাটহাজারী মডেল থানার অফিসার মো. রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। 

মো. রফিকুল ইসলাম আরও বলেন, অধিকতর তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত