নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাবর্তন অনুষ্ঠানে ডি. লিট ডিগ্রি পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চবি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমাবর্তন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উপাচার্য বলেন, আগামী বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড় এই সমাবর্তন অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া তিনি সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সমাবর্তীসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে থাকবেন—শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
সংবাদ সম্মেলনে চবি উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার লিখিত বক্তব্যে বলেন, পঞ্চম সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিসহ মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। কলা ও মানববিদ্যায় ৪ হাজার ৯৮৮ জন, বিজ্ঞানে ২ হাজার ৭৬৬, ব্যবসায় প্রশাসনে ৪ হাজার ৫৯৩, সমাজবিজ্ঞানে ৪ হাজার ১৫৮, জীববিদ্যায় ১ হাজার ৬৮৫, ইঞ্জিনিয়ারিংয়ে ৭৯৬, আইনে ৭০৩, শিক্ষায় ৩১৭, মেরিন সায়েন্সে ২৮৪ ও চিকিৎসায় ২২৯৬ জন বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন।
এই সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আবেদন হিসেবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে প্যান্ডেল, সাজসজ্জা ও আসন ব্যবস্থাপনা কার্যক্রমে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এদিন সমাবর্তীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খাবার ও গিফট আইটেম সংগ্রহ করতে পারবেন। গিফটের মধ্যে থাকবে ব্যাগ, স্মরণিকা, কলম, পিন, ওয়ালেট ইত্যাদি। কনভোকেশন টুপি গিফট হিসেবে বিবেচিত হবে।
শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় শাটল ট্রেনের পাশাপাশি ১০০ বাস সকাল ৬টা থেকে যাতায়াত শুরু করবে। এদিন বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়া ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করবে না, তবে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসে থাকবে শাটল বাসের ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাবর্তন অনুষ্ঠানে ডি. লিট ডিগ্রি পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চবি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমাবর্তন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উপাচার্য বলেন, আগামী বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড় এই সমাবর্তন অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া তিনি সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সমাবর্তীসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে থাকবেন—শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
সংবাদ সম্মেলনে চবি উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার লিখিত বক্তব্যে বলেন, পঞ্চম সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিসহ মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। কলা ও মানববিদ্যায় ৪ হাজার ৯৮৮ জন, বিজ্ঞানে ২ হাজার ৭৬৬, ব্যবসায় প্রশাসনে ৪ হাজার ৫৯৩, সমাজবিজ্ঞানে ৪ হাজার ১৫৮, জীববিদ্যায় ১ হাজার ৬৮৫, ইঞ্জিনিয়ারিংয়ে ৭৯৬, আইনে ৭০৩, শিক্ষায় ৩১৭, মেরিন সায়েন্সে ২৮৪ ও চিকিৎসায় ২২৯৬ জন বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন।
এই সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আবেদন হিসেবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে প্যান্ডেল, সাজসজ্জা ও আসন ব্যবস্থাপনা কার্যক্রমে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এদিন সমাবর্তীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খাবার ও গিফট আইটেম সংগ্রহ করতে পারবেন। গিফটের মধ্যে থাকবে ব্যাগ, স্মরণিকা, কলম, পিন, ওয়ালেট ইত্যাদি। কনভোকেশন টুপি গিফট হিসেবে বিবেচিত হবে।
শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় শাটল ট্রেনের পাশাপাশি ১০০ বাস সকাল ৬টা থেকে যাতায়াত শুরু করবে। এদিন বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়া ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করবে না, তবে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসে থাকবে শাটল বাসের ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক প্রমুখ।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে