কুবি প্রতিনিধি
ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’
এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’
এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) কোটচাঁদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই।
৬ মিনিট আগেবরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছাত্র-জনতার উদ্যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
২৯ মিনিট আগে‘বাবা মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই, আর মামলা করি আরও বিপদোত (বিপদ) পরমো। বিভিন্ন জায়গা থাকি খবর পাওছি, মামলা করলে নাকি হামাকগুলাক ভিটাছাড়া করবে’, চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির কোনিকা রানী (৪৮)।
৩১ মিনিট আগেচাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
৩৮ মিনিট আগে