Ajker Patrika

কুবিতে দায়িত্বে থাকা ২২ আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

কুবি প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৩: ৪৩
কুবিতে দায়িত্বে থাকা ২২ আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ক্যাম্প ত্যাগ করে ঢাকায় ‘বেআইনি সমাবেশ’ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ আনসারসহ কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসাররা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার কাজ করে। সে কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের তদন্ত চলমান।’ 

এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কুবিতে কর্মরত মোট ৪৯ জন আনসার সদস্যের মধ্যে ২২ জন সদস্য কোনো কারণ ছাড়াই গত রোববার বাইরে (রাজধানী) ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত