Ajker Patrika

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৫৯
Thumbnail image

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী নির্বাচনে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজের প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সব পদে একক প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান সাজু সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি অ্যাডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী (মসিমেলা), সহসাধারণ সম্পাদক ওমর ফারুক (ইনকিলাব), কোষাধ্যক্ষ নুর উল্যাহ কায়সার (বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন), দপ্তর ও প্রচার সম্পাদক তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়) নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আরিফুল আমিন রিজভী (বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময় ও দৈনিক নয়া শতাব্দী), এম এ জাফর (দৈনিক প্রভাত আলো ও দৈনিক বাংলাদেশের আলো) নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া সাধারণ সদস্যরা হলেন ওছমান হারুন মাহমুদ দুলাল (দৈনিক জনকণ্ঠ ও এনটিভি), শাহজালাল রতন (সমকাল), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ ও সাপ্তাহিক ফেনীর আলো), জহিরুল হক মিলু (একাত্তর টিভি), আবুল কাশেম চৌধুরী (বেতার) ও মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন)। কমিশনের অন্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক আমির হোসেন ও তৌহিদুল ইসলাম তুহিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত