Ajker Patrika

কক্সবাজার সৈকতে দর্শক মাতালেন মমতাজ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে দর্শক মাতালেন মমতাজ

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে হাজারো দর্শক শ্রোতাকে মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ শনিবার সন্ধ্যায় লাবণি পয়েন্টে মানবপাচার বিরোধী কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে মমতাজের সঙ্গে মানবপাচার প্রতিরোধে একাত্মতা প্রকাশ করে শপথ নেন শ্রোতারাও। 

সুইজারল্যান্ডের সহযোগিতায় জেলা প্রশাসন ও উইনরক ইন্টারন্যাশনাল এর আয়োজন করে। 

সরেজমিন দেখা যায়, সৈকতের লাবণি পয়েন্টের প্রবেশমুখে বিশাল প্যান্ডেলের ভেতরে সাজসজ্জার মঞ্চ। সন্ধ্যায় মঞ্চের আশপাশে কয়েক হাজার মানুষ জড়ো হয়। সবাই এসেছেন মানবপাচার বিরোধী সচেতনতামূলক কনসার্ট দেখতে। কনসার্টে প্রধান আকর্ষণ কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বিকেলের পর থেকে কনসার্ট শুরু হয়। সন্ধ্যার কিছু পর মঞ্চে আসেন মমতাজ। 

মঞ্চে উঠেই গানে গানে মানবপাচার প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’। এর আগে খুলনা, সাতক্ষীরা ও যশোরে কনসার্ট করা হয়েছে। আজ শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয় এই আয়োজনের সমাপনী কনসার্ট। 

উইনরক ইন্টারন্যাশনালের মানবপাচার বিরোধী প্রচারণার এই কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ছাড়াও ব্যান্ডদল ‘মাদল’ অংশ নেয়। এতে মানবপাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানবপাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়। 

সময়োপযোগী এই আয়োজনের জন্য উইনরক ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সুফিয়ান। তিনি বলেন, এই কনসার্টে মানবপাচার প্রতিরোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত