Ajker Patrika

কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১৬: ২২
কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে চরবালুয়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। 

এর আগে ওই দিন উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের বাজারসংলগ্ন খালপাড় থেকে তাদের আটক করেন এলাকাবাসী। 

আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মো. ইসহাক (৮০) ও ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩) ও নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম, (০৬) ও খালিমা সাহরি (১৮ মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪) ও মো. আমিন (২২) (৭ মাস পূর্বে আসছে), ৬৯ নম্বর ক্লাস্টারের কালিম (২০) ও রিফা মনি (৪ মাস) এবং ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)। 

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজারসংলগ্ন খাল পাড় এলাকায় কয়েক তরুণী কয়েকটি শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। 

চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ক্রমে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের পুনরায় ভাষনচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত