Ajker Patrika

ছাত্রদলের ব্যানার টানানো নিয়ে চট্টগ্রাম এমইএস কলেজে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৯: ৪৩
ওমরগণি এমইএস কলেজ।  ছবি: সংগৃহীত
ওমরগণি এমইএস কলেজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার নগরীর ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

আহত শিক্ষার্থীর নাম মামুন। তিনি ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত শিক্ষার্থীর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবুও ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দিলে তারা গুলি করে।’

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানার টানান সংগঠনের নেতারা। এ সময় সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে মারধর করার অভিযোগ করেন তাঁরা।

জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল আসে। আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র নিজেদের মধ্যে হট্টগোল করে। সেখানে প্রশাসনের লোকজন ছিল।’

তিনি বলেন, আমাদের কলেজের গত ৪৫ বছর ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। ছাত্রলীগের বাচ্চু, ওয়াসিমদের সঙ্গে রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত