নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার নগরীর ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
আহত শিক্ষার্থীর নাম মামুন। তিনি ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষার্থীর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবুও ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দিলে তারা গুলি করে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানার টানান সংগঠনের নেতারা। এ সময় সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে মারধর করার অভিযোগ করেন তাঁরা।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল আসে। আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র নিজেদের মধ্যে হট্টগোল করে। সেখানে প্রশাসনের লোকজন ছিল।’
তিনি বলেন, আমাদের কলেজের গত ৪৫ বছর ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। ছাত্রলীগের বাচ্চু, ওয়াসিমদের সঙ্গে রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেব না।’
চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার নগরীর ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
আহত শিক্ষার্থীর নাম মামুন। তিনি ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষার্থীর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবুও ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দিলে তারা গুলি করে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানার টানান সংগঠনের নেতারা। এ সময় সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে মারধর করার অভিযোগ করেন তাঁরা।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল আসে। আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র নিজেদের মধ্যে হট্টগোল করে। সেখানে প্রশাসনের লোকজন ছিল।’
তিনি বলেন, আমাদের কলেজের গত ৪৫ বছর ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। ছাত্রলীগের বাচ্চু, ওয়াসিমদের সঙ্গে রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেব না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১০ মিনিট আগে‘অনেক সংস্থার বড় বড় ভবন হয়েছে। কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এ কথা বলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে য
১৪ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
২১ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
২৪ মিনিট আগে